ন্যাভিগেশন মেনু

১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটিতে ফিফার অনুমোদন


১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

শুক্রবার (৪ ডিসেম্বর) ফিফার পরিচালনা পর্ষদ নতুন এই আইন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

ফিফা জানায়, ‘এই আইনে নারী ফুটবলাররা ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। এরমধ্যে সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি শেষে ক্লাবগুলোকে তাদের নারী ফুটবলারদের পুনরায় ফুটবলে সম্পৃক্ত করতে বাধ্য থাকবে। এছাড়া ছুটি শেষেও চিকিৎসা সরবরাহ করতে হবে ক্লাবকে।’

এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্যুইটারে বলেন, ‘খেলোয়াড়রা হলো ফুটবলের প্রধান নায়ক, তারাই খেলার প্রধান আকর্ষণ। নারী ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য আমাদের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনের ব্যাপারে আমরা এই পদক্ষেপ নিয়েছি।’

এমআইআর/এডিবি