ন্যাভিগেশন মেনু

২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ: বিশ্বব্যাংক


বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি চলতি ২০২০-২১ অর্থবছরে ১ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কভিড-১৯-এর প্রেক্ষাপটে ভার্চুয়াল বার্ষিক সভা শুরুর আগে বিশ্বব্যাংকের সদরদপ্তর থেকে প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশে ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ২ শতাংশ। এছাড়া তৈরি পোশাকশিল্পের চাহিদা কমে যাওয়ায় রপ্তানি হ্রাস পেয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘তেল উৎপাদনকারী পারস্য উপসাগরীয় দেশগুলোতে প্রবাসী কর্মীদের চাহিদা কমে গেলে চলতি অর্থবছরে রেমিট্যান্সও কমতে পারে। যদিও গত ৩ মাসে দেশে রেমিট্যান্সের প্রবাহ ব্যাপক বেড়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংক বলছে, প্রবাসীরা তাদের জমানো অর্থ দেশে নিয়ে আসায় এমনটা হয়ে থাকতে পারে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসজনিত মহামারির নেতিবাচক প্রভাবে কারণে প্রবৃদ্ধি কমে যাবে বলে মনে করছে বৈশ্বিক এই দাতা সংস্থা।

এমআইআর/এডিবি