চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং মঙ্গলবার বেইজিং থেকে ভিডিও-লিঙ্কের মাধ্যমে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর সরকার-প্রধানদের পরিষদের ২১তম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এসসিও সমরকন্দ শীর্ষসম্মেলনে যৌথ-উন্নয়নের লক্ষ্যে একটি নতুন ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সি চিন পিং একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সুন্দর মাতৃভূমি গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করার পক্ষে তাঁর অবস্থান তুলে ধরেন।
লি খ্য ছিয়াং বলেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা, কল্যাণকর সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করে, "সাংহাইচেতনা"-র আলোকে সদস্য রাষ্ট্রগুলোর জনগণের উপকার করতে ইচ্ছুক।
এ সময় তিনি এসসিও সহযোগিতার অগ্রগতির জন্য ৫-দফা প্রস্তাব তুলে ধরেন:
প্রথমত, আইন প্রয়োগ ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা গভীর করা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা;
দ্বিতীয়ত, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার স্তর উন্নত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক পুনরুদ্ধারের চেতনা প্রচার করা;
তৃতীয়ত, আন্তঃসংযোগ শক্তিশালী করা, আঞ্চলিক সমন্বিত উন্নয়ন বাস্তবায়ন করা এবং শিল্প-শৃঙ্খলের স্থিতিস্থাপকতা ও স্থিতিশীলতা বজায় রাখা;
চতুর্থত, টেকসই উন্নয়নের সুবিধার্থে খাদ্য ও জ্বালানি সরবরাহ নিরাপত্তার স্তর উন্নত করা;
পঞ্চমত, মানুষের সঙ্গে মানুষের ও সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির আদান-প্রদান বাড়ানো এবং মানুষের হৃদয় ও মতামতের সংযোগ বৃদ্ধি করা।
বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্ষেত্রে এসসিও-র সহযোগিতায় অর্জিত সাফল্যের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন। তাঁরা বলেন, সহযোগিতার প্রক্রিয়াকে উন্নত করতে, সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে, এবং খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। (সূত্র: সিএমজি)