ন্যাভিগেশন মেনু

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে লক্ষীপুরে কর্মী সমাবেশ


লক্ষীপুরে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গুলিস্তানের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ, মদদ দাতা ও মাস্টার মাইন্ড তারেক রহমানকে জড়িত সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে পৌর আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি এম আলাউদ্দিন, আ’লীগ নেতা এ্যাড. আবুল বাসার, এ্যাড. নুরুল হুদা পাটোয়ারী, ইসমাইল হোসেন, কবির হোসেন পাটোয়ারী, রুহুল আমিন মাস্টার, কমলনগর উপজেলা আ’লীগ সভাপতি নুরুল আমিন মাস্টার প্রমুখ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আব্দুল মতলব, সংস্কৃতি কর্মী জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাবেক যুবলীগ নেতা সাইফুল হাসান পলাশ, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শরীফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা, ইমতিয়াজ মাহবুব।

উল্লেখ্য, কেন্দ্রিয় আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে সংঘটিত ওই ঘটনায় মহিলা আ’লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে এখনো অনেকে বোমার স্প্রিন্টার নিয়ে অসহনীয় কঠিন জীবন যাপন করছে। বক্তারা ওই ঘটনার মাস্টার মাইন্ড তারেক রহমানসহ সকলকে আইনের আওতায় এনে ফাঁসির দাবী করেন।

এম এম/এমআইআর/ওআ