ন্যাভিগেশন মেনু

২৬ মে আকাশে দেখা মিলবে ব্লাড মুনের


আগামী ২৬ মে আকাশে দেখা মিলবে বিরল ব্লাড মুনের। এটাই হতে চলছে এবছরের প্রথম ব্লাড মুন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ব্লাড মুনের দেখা মিলবে, তবে ভারতের একাধিক জায়গা থেকেই দেখা যাবেন না এই চন্দ্রগ্রহণ।

মহাকাশ প্রেমীদের জন্য অবশ্যই এটি একটি দারুন খবর। ব্লাড মুনের স্থায়িত্ব ১৪ মিনিট ৩০ সেকেন্ড থাকবে বলে জানা গেছে।

কী এই ব্লাড মুন?– এক অক্ষরেখায় ঘুরতে ঘুরতে যখন পৃথিবী চাঁদ এবং সূর্য একই সরলরেখায় চলে আসে, এবং চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে, সেইসময় সূর্যের আলো সরাসরি চাঁদের উপর পড়তে পারে না, প্রতিসরণের ফলে সূর্যের আলো চাঁদের অন্ধকার অংশে পরে, ফলে চাঁদ কে রক্তাভ দেখায়। চাঁদের এই দশাকেই ব্লাড মুন বলা হয়।

এই ব্লাড মুন কে ঘিরে মানুষের মধ্যে রয়েছে বহু অন্ধ বিশ্বাস। অনেকেই ব্লাড মুনকে অশুভ বলে মনে করেন। প্রাচীনকালে ইনকা সভ্যতার মানুষেরা মনে করতেন চিতা বাঘ শিকারে গিয়ে কেউ আহত হওয়ার ফলে চাঁদর রক্তাভ হয়ে উঠেছে, এছাড়া হুপা উপজাতির মানুষেরা মনে করেন চাঁদের রক্তাভ রঙের অর্থ চাঁদ কোনো প্রকার আহত হয়েছে।

এস এস