ন্যাভিগেশন মেনু

৪৭ কেজি হরিণের মাংস ও মাদকসহ আটক ৪


মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকা থেকে ৪৭ কেজি হরিণের মাংস ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্ট গার্ডের একটি দল।

আটকরা হলো - দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের ডাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), রামপাল উপজেলার গোরম্বা বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮), মো. আলী শেখের ছেলে মো. শহিদুল (৪০) এবং মাদক ব্যবসায়ী দাকোপের মজিদ হাওলাদারের ছেলে  মোঃ আবুল কালাম(৩৫)।

কোস্ট গার্ডের অপারেশন কর্মকর্তা এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। অভিযানে একটি হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস উদ্ধার করে। এ সময় হরিণ শিকারে সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষা, দস্যুদমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ চোরাচালান রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

সিবি/এডিবি