ন্যাভিগেশন মেনু

৪ দিন বন্ধ থাকার পর ফের সচল আখাউড়া স্থলবন্দর


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য রপ্তানি কার্যক্রম আবারও সচল হয়েছে।

সোমবার (১৭ মে) সকাল থেকে দেশের অন্যতম বৃহৎ এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি পুনরায় শুরু হয়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে গত ১৩ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে। ছুটি শেষে সোমবার সকাল থেকে যথারীতি পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে মাছসহ বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক ভারতে প্রবেশ করেছে।

এদিকে প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, কয়লা, ভোজ্যতেল, তুলা ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। রপ্তানি করা এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়। রপ্তানির বিপরীতে ভারত থেকে পণ্য আমদানি না হওয়ায় আখাউড়া স্থলবন্দরটিকে শতভাগ রপ্তানিমুখী বন্দর হিসেবে ধরা হয়ে থাকে।

এসএ/এডিবি/