ন্যাভিগেশন মেনু

৫ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কার্যক্রম চালু


করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ও ফাঙ্গাস রোধে ৫ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে পঞ্চগড়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।

মেহেদী হাসান খান বাবলা বলেন, আমাদের পত্রানুযায়ী গতকাল বন্দরের বন্ধের শেষ দিন ছিল। আবার শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল। শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতীয় গেট খোলা হয়েছে। আগের মতো আগে রফতানি হবে এবং পরে আমদানি শুরু হবে।

তিনি আরও বলেন, আমরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা আমদানি-রফতানি চালু রাখতে চাই। প্রথম দিন হয়তো খুলতে একটু দেরি হয়েছে। তবে পরদিন থেকে যথারীতি খোলা থাকবে বন্দর। আজ পাথর সম্ভবত ঢুকবে না, শুধু কমার্শিয়াল ঢুকবে। কারণ, পাথরের গাড়ি টেন্ডার করা নাই। আজ টেন্ডার হলে কালকে ঢুকবে পাথর।

এস এ/ওআ