ন্যাভিগেশন মেনু

‘ভাল কিছু করে যেতে পারলে প্রতিদান পাবো’


প্রশাসনে বিভিন্ন পদে থেকে দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও এর প্রতিদান পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন (বিসিআইসি)- এর চেয়ারম্যান মোঃ এহছানে এলাহী।

রবিবার (৩১ জানুয়ারি) রাতে কানাইঘাট এসোসিয়েশন ইউকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সংবর্ধিত অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, “বিআরটিসির চেয়ারম্যান, ‘ জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পদে আসীন হয়েছি, সুনামের সাথে কাজ করেছি। তারই প্রতিদান হিসেবে গ্রেড-১ তথা সচিব পদমর্যাদায় বিসিআইসির চেয়ারম্যান পদে আসার সুযোগ হয়েছে। এই পদে থেকে ভাল কিছু করে যেতে চাই। ভাল কিছু করলে সেটা সদকায়ে জারিয়া হিসেবে রয়ে যাবে এবং এর প্রতিদান রোজ কিয়ামতে পাবো। ’

সংগঠনের চেয়ারপার্সন নাজিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মখলিছুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে কানাইঘাট এসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দ এবং বৃটেন ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক কানাইঘাট কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন।

এসময় সকলেই সচিব পদমর্যাদায় পদোন্নতি পাওয়ায় মো: এহছানে এলাহীকে শুভেচ্ছা জানান।

কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি এহছানে এলাহীর কর্মস্থল বিসিআইসি ভবনে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলের তোড়া হস্তান্তর করেন সাংবাদিক এহসানুল হক জসীম এবং আবু বকর চোধুরী।

ভার্চুয়াল এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন কানাইঘাট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ চোধুরী, এসিস্টেন্ট সেক্রেটারি হারুন রশিদ, ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী , সহসভাপতি আনিসুল হক , আব্দুল মালিক, প্রাক্তন সভাপতি ও বর্তমান এডভাইসারি কমিটির সদস্য ইজ্জত উল্লাহ , ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, মাওলানা রফিক আহমেদ, সিরাজুল ইসলাম এবং মখলিছুর রহমান প্রমুখ l

সংবর্ধিত অতিথি এহছানে এলাহী তাঁর বক্তব্যে কানাইঘাট এসোসিয়েশন ইউকের এই অনুষ্ঠানকে আন্তর্জাতিক মানের সেমিনারের সাথে তুলনা করেন। তিনি আশ্বাস দেন, অতীতে যেভাবে এলাকার জন্য কাজ করেছেন ভবিষ্যতেও করে যাবেন।

সংক্ষিপ্ত এক মোনাজাতের মাধ্যমে ভার্চুয়াল এ সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, এহছানে এলাহী (খোকন) সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি ইউনিয়নের তিনচটি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে হিসেবে বিআরটিসির চেয়ারম্যান ছিলেন। সেখান থেকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি পেয়ে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন (বিসিআইসি ) এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি যোগ দেন।

ওয়াই এ/ওআ