ন্যাভিগেশন মেনু

টিম ইউনিভার্সিটি অফ চিটাগং'র 'বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড' লাভ করল চবি


আন্তর্জাতিক প্রতিযোগিতায় 'বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড' বিজয়ী টিম ইউনিভার্সিটি অফ চিটাগং এর তিন সদস্য বৃহস্পতিবার দুপুরে চবি উপাচার্যের অফিস কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী এবং টিম ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের তিন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইতমিনান মনির বাসিলিস, মনিরুল ইসলাম হৃদয় ও ইসমিতা আজীম উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সুনাম আজ দেশ ছাড়িয়ে আর্ন্তজাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়েছে। এই বিভাগের শিক্ষার্থীদের সাফল্য শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একার নয় এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।”

উল্লেখ্য, গত ৩০-৩১ মার্চ দুই দিনব্যাপী ভারতের ব্যাঙ্গালোরে মানিপাল ল স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত ''TMA PAI INTERNATIONAL MOOT COURT COMPETITION-2024" শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতায় 'বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড' লাভ করেন টিম ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের তিন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইতমিনান মনির বাসিলিস, মনিরুল ইসলাম হৃদয় ও ইসমিতা আজীম। উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, শ্রীলংকা, কেনিয়া, নেপাল ও বাংলাদেশসহ বিশ্বের ১৬টি টিমের মধ্য থেকে 'এওয়ার্ড অফ বেস্ট মেমোরিয়াল' অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এ তিন শিক্ষার্থী।