ন্যাভিগেশন মেনু

কুমিল্লায় মাস্ক ব্যবহার না করায় ১৭২ জনকে জরিমানা


কুমিল্লায় মাস্ক ব্যবহার না করায় ১৭২ জনকে মোট ২৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

তিনি জানান, ‘জেলা প্রশাসকের নির্দেশে নগরীসহ প্রতিটি উপজেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। কুমিল্লায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহারের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। গণপরিবহনসহ সর্বত্র মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ বিষয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, ‘মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কুমিল্লা নগরী ও জেলার ১৭টি উপজেলায় প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা ও উপজেলা প্রশাসন। এখন পর্যন্ত ৩৭০টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মামলা হয়েছে ২ হাজার ৪০৬টি। মোট ৩ হাজার ১৫৭ জনকে ৭ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

এমআইআর/ওআ