ন্যাভিগেশন মেনু

অবশেষে পর্দা উঠছে ইউরো চ্যাম্পিয়নশিপের


ইউরো চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের ১৬তম আসর গত বছরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাণঘাতি করোনা মহামারির কারণে সময়মতো তা আয়োজন করা হয়নি। তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পর্দা উঠছে ইউরো চ্যাম্পিয়নশিপের।

শুক্রবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় তুরস্ক ও ইতালির ম্যাচের মধ্যদিয়ে পর্দা উঠবে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের।

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ইউরোপের প্রায় ১১টি দেশ অংশ নিচ্ছে। করোনাকালে গ্যালারিতে দর্শক থাকবে ঠিকই কিন্তু সংখ্যায় বিধিনিষেধ আছে।

তবে হাঙ্গেরির বুদাপেস্টে শতভাগে দর্শক থাকার অনুমতি মিলেছে। বাকি ১০ ভেন্যুতে দর্শক কোথাও অর্ধেক, কোথাও চার ভাগের এক ভাগ। জার্মানির মিউনিখে সবচেয়ে কম, ২২ শতাংশের কাছাকাছি দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।

এমআইআর/এডিবি/