ন্যাভিগেশন মেনু

আইপিএল খেলতে দুবাই গেলেন সাকিব, ভিসা জটিলতায় মোস্তাফিজ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাইয়ে পথে যাত্রা শুরু হয় সাকিবের। তবে ভিসা জটিলতায় আটকে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। আজ রাতে ঢাকা ছাড়তে পারেন তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশের খেলা। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

আইপিএলের এবারের আসরে নিজের পুরনো ক্লাব কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে মোস্তাফিজুর রহমানের দলের নাম রাজস্থান রয়েলস।

এবারের আইপিএলের প্রথম পর্বে সাকিবের পারফরম্যান্স অবশ্য সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট। সাকিব হতাশ করলেও দুর্দান্ত পারফরম দেখিয়েছেন মোস্তাফিজ। রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট শিকার করেছেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। দলের ডেথ ওভারের মূল ভরসা এখন মোস্তাফিজই।

আসরের দ্বিতীয়পর্বে সাকিবের দল কলকাতা মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ওআ/