ন্যাভিগেশন মেনু

আইরিশদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়


আয়ারল্যান্ড উলভসকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ ইমার্জিং দল।

শুক্রবার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আইরিশদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হৃদয়ের অনবদ্য ফিফটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের পক্ষে উদ্বোধন করতে নামেন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়। ১৩ বলে মাত্র ২ রান করেন পিটার চেজের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন জুনিয়র তামিম। ওভারের শেষ বলে ইয়াসির আলি চৌধুরীকেও শিকার করেন চেজ। তিনিও ফেরেন ৫ বলে মাত্র ২ রান করে।

দলীয় ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয় দেখেশুনে খেলে দুজনের অপরাজিত ফিফটিতে ২২ বল হাতে রেখেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ওপেনার মাহমুদুল হাসান জয় ১৩৫ বল মোকাবেলা করে অপরাজিত ৮০ রান। ওপরপ্রান্তে তৌহিদ হৃদয় ৯৭ বল মোকাবেলা করে অপরাজিত ৮৮ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা সফরকারীদের শুরু থেকেই চাপে রাখেন স্বাগতিক বোলাররা। বাংলাদেশের বোলিং তোপে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৮২ রানেই। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অ্যাডাইর।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সুমন খান। এছাড়া রাকিবুল, মুকিদুল ও সাইফ হাসান শিকার করেছেন ২টি করে উইকেট।

এমআইআর/এডিবি