ন্যাভিগেশন মেনু

আইরিশদের হোয়াইটওয়াশ করলো সাইফবাহিনী


আয়ারল্যান্ড উলভসকে ৫ রানে হারিয়ে টানা চার ম্যাচ জিতে পাঁচ ম্যাচ ওয়ানডে জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ইমার্জিং দল।

রবিবার (১৪ মার্চ) পঞ্চম ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য শতকে ২৬০ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

সফরকারীদের হয়ে ৩টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন মার্ক আডাইর। এছাড়া অধিনায়ক হ্যারি টেকটর ও রুহান প্রিটোরিয়াস ২টি করে এবং পিটার চেজ ও গ্যারেথ ডেলানি নেন একটি করে উইকেট।

২৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জেরেমি ললোরকে হারায় আইরিশরা। প্রতিরোধ গড়ে ৬৩ বলে ৪৫ রান করার পর স্বাগতিক অধিনায়ক সাইফ হাসানের শিকার হন অ্যাডাইর। এছাড়া ৯৯ বলে ৮১ রান করে শামীম পাটোয়ারির বলে আউট হন ডহেনির ঘাড়ে।

শেষ ওভারে ৯ উইকেট হারিয়ে যখন আইরিশদের জয়ের জন্য ১১ রানের প্রয়োজন রেজাউর রহমান রাজার দারুণ বোলিংয়ে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দলের পক্ষে সাইফ হাসান ৩টি এবং শফিকুল ইসলাম, তানভীর ইসলাম ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া শামীম পাটোয়ারি ও রাজা একটি করে উইকেট শিকার করেন।

এ ম্যাচে দুর্দান্ত শতক করে ম্যাচ সেরার খেতাব পেয়েছেন মাহমুদুল হাসান জয়। আর পুরো সিরিজে নজর কাড়া পারফরমেন্সে সিরিজ সেরার পুরষ্কার পেয়েছে অধিনায়ক অলরাউন্ডার সাইফ হাসান।

এমআইআর/ওআ