ন্যাভিগেশন মেনু

আইসিসির প্লেয়ার অব দ্যা মান্থ হলেন জো রুট


ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পাঁচ ইনিংসে ৫০৭ রান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

আগস্টে আইসিসির সেরা হবার দৌড়ে রুটের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। তবে বুমরাহ ও আফ্রিদিকে টপকে সেরা নির্বাচিত হলেন রুট।

আগস্টে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ম্যাচের পাঁচ ইনিংসে ৫০৭ রান করেন তিনি। এই পাঁচ ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে তার।

দুর্দান্ত এই পারফরমেন্সের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেও ওঠে আসেন ইংলিশ অধিনায়ক জো রুট।

অন্যদিকে, নারীদের ক্যাটাগরিতে ইমার রিচার্ডসনের সঙ্গে সেরার দৌড়ে ছিলেন আয়ারল্যান্ডের গেবি লুইস এবং থাইল্যান্ডের নাটয়া বুচথাম।

উল্লেখ্য, আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় প্রত্যেক মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ১০ শতাংশ ভোটের ওপর বিবেচনা করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

এমআইআর/ওআ/