ন্যাভিগেশন মেনু

আইসিসির প্লেয়ার অব দ্যা মান্থ হলেন সাকিব


জিম্বাবুয়ে সফরে ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্মেন্সের কারণে জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশ দলের সেরা পারফরমার ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে অসাধারণ ক্রিকেট খেলে তিনি জিতে নেন সিরিজ সেরার পুরস্কার।

এছাড়া টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও সবার উপরের জায়গা পুনরুদ্ধার করেছেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে টপকে সাড়ে ৩ বছর পর ফের টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার হলেন তিনি। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছিলেন সাকিব।

অজিদের বিপক্ষে সিরিজ সেরা সাকিব টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এখন সবার শীর্ষে। এক সিরিজে অবিশ্বাস্য ৩৬ পয়েন্ট পুড়েছেন ঝুলিতে। সাকিবের রেটিং এখন ২৮৬, যদিও মোটে এক পয়েন্ট পিছিয়ে নবী।

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেড় হাজার রান আর একশো উইকেটের মালিক। এই ক্লাবটা শুধুমাত্র সাকিবেরই। উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় সেরা। ১০৭টা নিয়ে উপরে শুধুই লংকান গ্রেট লাসিথ মালিঙ্কা।

এমআইআর/ওআ