ন্যাভিগেশন মেনু

ইনজুরিতে মুশফিকুর রহিম


জিম্বাবুয়ে সিরিজের আগে একের পর এক ইনজুরির হানা টাইগার শিবিরে। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরের সুপার লিগে আবাহনী বনাম গাজী গ্রুপের ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম।

মঙ্গলবার (২২ জুন) স্ক্যান শেষে দেখা যায় আঙ্গুলে চিড় ধরেছে তার। ফলে বিসিবির চিকিৎসক তাকে অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ফলে ডিপিএলের চলতি আসরে আর খেলা হচ্ছে না এই মিস্টার ডিপেন্ডেবলের। এরআগে ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও পেসার তাসকিন আহমেদ। হাঁটুর ইনজুরির কারণে তামিমকেও এক সপ্তাহের বিশ্রামে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

চলতি মাসের ২৯ তারিখ জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। জিম্বাবুয়ে সফরে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে দলের ৩ ক্রিকেটারের ইনজুরি চিন্তায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে।

তবে আশা করা হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তামিম ও মুশফিক।

এমআইআর/ওআ