ন্যাভিগেশন মেনু

ইসরায়েলকে ৪-০ গোলে হারালো পর্তুগাল


ফিফা প্রীতি ম্যাচে ইসরায়েলকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ঘরের মাঠে প্রতিপক্ষ ইসরায়েলের বিপক্ষে ফারনান্দো সান্তোসের ৪-২-৩-১ ফরমেশনের ম্যাচে সাবস্টিটিউট বেঞ্চে ছিলেন আরো ১১ পর্তুগিজ।

রুই সিলভা থেকে শুরু করে দিয়াগো জটা, এক্সপেরিমন্টাল একাদশের নেতৃত্বে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিক অফের বাঁশি থেকে পাক্কা ৪১ মিনিট, হোস্টদের আটকে রাখে ইসরায়েল। ৪২ মিনিটে জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন ব্রুনো ফেরনান্দোস।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন। এবার ব্রুনোর অ্যাসিস্টে ফাইনাল টাচ সি আর সেভেনের। এতে আন্তর্জাতিক ম্যাচে ১০৪ গোলের মালিক হলেন রোনালদো। ২-০ তে পিছিয়ে ইসরায়েল, ৪৪ মিনিটের পরই রোনালদোকে তুলে নেন পর্তুগিজ কোচ।

২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে পর্তুগালদের। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে দলের জন্য তিন নম্বর গোল আসে জোয়াও ক্যানসেলোর কল্যাণে, অ্যাসিস্ট করেন রোনালদোর সাবস্টিটিউট গনসালো গেইজেস।

নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ২ মিনিট অতিরিক্ত দেওয়া হয়। ৯১ মিনিটে ইসরায়েলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই ফার্নান্ডেজ। অসাধারণ এই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০তে।

এমআইআর/ওআ