ন্যাভিগেশন মেনু

এসকে সিনহার বিরুদ্ধে নতুন ২ মামলা হচ্ছে


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে অবৈধপথে অর্থ উপার্জন ও জাল জালিয়াতির অভিযোগে আরও নতুন দুটি মামলা হচ্ছে।

উচ্চ আদালতে দায়িত্বে থাকার সময় অবৈধপথে অর্থ উপার্জন ও জাল জালিয়াতির অভিযোগে এ মামলাগুলো হতে পারে বলে দুদক সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ‘এসকে সিনহার বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই-বাছাই শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে আসা কিছু কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। দুদকের হাতে এসেছে কিছু দালিলিক প্রমাণও। সবকিছু বিবেচনা করে মামলার প্রক্রিয়া শুরু করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।’

দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘বিভিন্ন মাধ্যমে এসকে সিনহা হুন্ডিসহ অর্থপাচার করেছেন। এর মধ্যে সেই টাকা দিয়ে আমেরিকার নিউ জার্সিতে ২০১৮ সালে বাড়িও কিনেছেন। এ ছাড়া আমেরিকায় থাকেন সিনহার ভাই। যার ফলে বিভিন্ন সময়ে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করা হয়েছে। এ ছাড়া উত্তরাতেও আমরা প্লট পেয়েছি। আর এই প্লটটি তার ভাইয়ের নামে রাজউক থেকে অনুমোদন করা।’

অভিযোগের সত্যতা আসায় আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাবো, বলেন দুদক কমিশনার।

সিবি/এডিবি