ন্যাভিগেশন মেনু

কবিরহাটে প্রসব সেবা উদ্বোধন উপলক্ষে মা সমাবেশ


নোয়াখালীর কবিরহাট উপজেলায় মা ও শিশু মৃত্যু রোধকল্পে শতভাগ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কার্যক্রম শুরু হয়েছে।

সেভ দ্য চিলড্রেন-এর মা-মনি প্রকল্পের সহযোগিতায় কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২৪ ঘন্টা বিনামূল্যে নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ধানসিঁড়ি ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু ও মা সমাবেশের মধ্যদিয়ে এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, কবিহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম জহিরুল ইসরাম, কবিরহাট উপজলো আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সেভ দ্য চিলড্রেনের সহকারী পরিচালক সালাউদ্দিনসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা।

এ সময় মা ও শিশু মৃত্যু রোধকল্পে সবাইকে বিনামূল্যে সরকারি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।

ডিএ/সিবি/এডিবি/