ন্যাভিগেশন মেনু

করোনার হানায় ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী টেস্ট স্থগিত


ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের আগে ভারত শিবিরে বেশ কয়েকজন খেলোয়াড়ের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় খেলোয়ারদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ম্যানচেস্টার টেস্ট ম্যাচ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ম্যানচেস্টার টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্ত বল মাঠে গড়ানোর ঘণ্টা তিনেক আগে জানানো হয়, প্রথমদিন ম্যাচটি আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে সবাই ধারণা করেছিল, টেস্ট হয়তো দুই-একদিন পিছিয়ে দেওয়া হতে পারে। তবে এর কিছুক্ষণ পরই অফিসিয়ালি ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এটি দুই বোর্ডের যৌথ সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসিবি।

স্বাগতিক ইংল্যান্ড-ভারতের মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই ম্যাচটি সিরিজ নির্ধারণীও ছিল। এর আগে প্রথম চার ম্যাচে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন শেষ ম্যাচটি স্থগিত হওয়ায় ফল কী হবে তা জানা যায়নি। এটি নির্ধারণ করবে ইসিবি, বিসিসিআই ও আইসিসি।

এমআইআর/এডিবি/