ন্যাভিগেশন মেনু

কোপায় চিলি-আর্জেন্টিনা ম্যাচ ড্র


লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে জয় তুলে আনতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

স্থানীয় সময় সোমবার (১৪ জুন) রাতে নিলতন সান্তোস স্টেডিয়ামে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার প্রথম ম্যাচে মেসির কাঁধে ভর করেই লিড নিয়েছিলো আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল করেন আলবিসেলেস্তেরা। বাঁকানো ফ্রি কিকে অসাধারন এক গোল করলেন লিওনেল মেসি।

প্রথমার্ধে মেসির ফ্রি কিক গোলে আলবিসেলেস্তেরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে এদুয়ার্দো ভার্গাসের গোলে সমতায় ফেরে চিলি।

গত ৪ জুন (শুক্রবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একই দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। সেদিনও আগে গোল করেছিলেন মেসি। পরে শোধ দিয়ে ম্যাচ ড্র করে চিলি। আজ ঘটল তারই পুনরাবৃত্তি। ম্যাচের ৩৩ মিনিটে দর্শনীয় ফ্রিকিকে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে সেটি শোধ করে ড্র নিয়ে নেয় চিলি।

আর্জেন্টিনার জার্সিতে মেসির এটি ৭৩তম গোল। আর শুধু প্রতিযোগিতামূলক ম্যাচের কথা হিসাব করলে, মেসির এটি ৩৯তম আন্তর্জাতিক গোল।

এই ড্রয়ের ফলে কোপার শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া। বাংলাদেশ সময় শনিবার (১৯ জুন) ভোর ছয়টায় উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন মেসিরা।

ওয়াই এ/এডিবি/