ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: মেসির দাপটে সেমিফাইনালে আর্জেন্টিনা


কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে জায়গা করে নিলো মেসির আর্জেন্টিনা। এখন শেষ চারে মেসিদের লড়াই হবে কলম্বিয়ার বিরুদ্ধে।

কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইকুয়েডর মুখোমুখি হয় রবিবার (৪ জুলাই) সকালে।

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় আর্জেন্টিনার প্রথম আক্রমণ প্রতিহকৃত করেন ইকুয়েডরের গোলকিপার গালিন্দেজ। ৫ মিনিটের মাথায় ইকুয়েডরের পোস্ট লক্ষ্য করে ডি'পলের শট লক্ষ্যভ্রষ্ট হয়।  খেলার ১৭ মিনিটে মেসির কর্ণার কিক থেকে বল ধরেন পেজেল্লা। বুক থেকে বল নামিয়ে ইকুয়েডরের পোস্ট লক্ষ্য করে শট নিলেও তা টার্গেটে ছিল না।

ম্যাচের ২০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ইকুয়েডরের অ্যাঞ্জেলো প্রেসিয়াদো।

খেলার ৪০ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করলেন ডি পল। আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। ৪৫ মিনিটে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুন হতে পারতো তবে গঞ্জালেজ সুযোগ কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দুই পক্ষই খেলােয়াড় বদল করে। ৭০ মিনিটে ফ্র্যাঙ্কোকে তুলে নিয়ে সাইসেডোকে মাঠে নামায় ইকুয়েডর।

৭১ মিনিটে সেলসো ও পারেদেসকে তুলে নিয়ে দি'মারিয়া ও রডরিগেজকে মাঠে নামায় আর্জেন্টিনা।

আবারও গোলের দেখা পেলো আর্জেন্টিনা। ৮৪ মিনিটে লউতারো মার্টিনেজকে দিয়ে গোল করালেন মেসি। লিওর পাস থেকে বল ধরে ইকুয়েডরের জালে জড়িয়ে দেন মার্টিনেজ।

ম্যাচের ৮৯ মিনিটে দি'মারিয়াকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন ইকুয়েডরের হিনকাপি। সঙ্গে ফ্রি কিক পেয়ে যায় আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে গোল করেন মেসি। আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

খেলার ২২ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ নষ্ট করলেন মেসি। ইকুয়েডরের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না মেসি। তার শট গোলপোস্টে প্রতিহত হয়।

কোপায় মেসি ম্যাজিক। নিজে গোল করলেন, গোল করালেন সতীর্থদের দিয়ে। মেসি ছাড়া আর্জেন্টিনার হয়ে ডি পল ও মার্টিনেজের গোলের পাসই বাড়িয়ে দেন লিও টেন। 

এডিবি/