ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল


কোপা আমেরিকার ফাইনালে যাওয়ার লড়াইয়ের টিকিট অর্জনের লক্ষ্যে কোপার শেষ চারে মুখোমুখি হয় ব্রাজিল ও পেরু। শেষমেশ পেরুকে হতাশ করে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।

সোমবার (৫ জুলাই) ভোররাতে সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে পারজিত করে কোপা আমেরিকাপ ফাইনালে গেলাে ব্রাজিল। ৩৫ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন পাকুয়েতা।

খেলার ৬ মিনিটের মাথায় লোদির ক্রস বিপদ ডেকে আনার আগেই মাঠের বাইরে বার করে দেন কোরজো। কর্ণার পেয়ে যায় ব্রাজিল। ৮ মিনিটের মাথায় পাকুয়েতা বল বাড়িয়ে দেন রিচার্লিসনের দিকে। তিনি নেইমারের দিকে বল বাড়িয়ে দিলে তার শট মাঠের বাইরে চলে যায়।

ম্যাচের প্রথম ২০ মিনিটে ব্রাজিলের দাপট বেশি। একাধিকবার পেরুর রক্ষণে চাপ বাড়িয়ে চলেছে তারা। ৩৫ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে লুকাস পাকুয়েতা গোল করে। ১-০ এগিয়ে যায় ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে গোল করে ব্রাজিলকে জিতিয়েছিলেন এই পাকুয়েতা।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে ব্রাজিল দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। ৫৬ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন পেরুর ইয়োতুন। 

নেইমারকে ফাউল করে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু গােল পায়নি।

এরপর খেলায় আর কোনও দল গোল পায়নি। পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ব্রাজিল।

দু'দেশের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত ৪৯টি ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৩৫টি ম্যাচে। চলতি কোপা আমেরিকার গ্রুপ ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে বিধ্বস্ত করে পেরুকে।

এডিবি/