ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকার ফাইনালে মেসিরা


সেমিফাইনালে টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলের সমতায় থাকায় শুটআউটে খেলা শেষ হয়।

ম্যাচের শুরুতেই ৭ মিনিটের মাথায় মেসির পাস থেকে করা লউতারো মার্টিনেজের গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির আগে কোপায় কেউ ৪টির বেশি গোলের পাস বাড়ানোর রেকর্ড নেই।

খেলার ৯ মিনিটের মাথায় কুয়াদ্রাদোর শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার লো সেলসো হ্যান্ড বল করায় ২৬ মিনিটের মাথায় রেপারি ফ্রি-কিকের নির্দেশ দেন। কিন্তু ফ্রি-কিকের সুযোগ কাজে লাগাতে পারেনি কলম্বিয়া।

৪৪ মিনিটে মেসির কর্ণার থেকে হেডে গোল করার চেষ্টা করেন গঞ্জালেজ। তবে গোলকিপার দুর্ভদ্য হয়ে ওঠায় ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।

প্রথমার্ধের খেলা শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে কারদোনার পাস থেকে গোল করেন ডায়াজ। ম্যাচে ১-১ সমতা ফেরে কলম্বিয়া।

তারপর আক্রমণ আর পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।  ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে। যেহেতু অতিরিক্ত সময়ের খেলা হচ্ছে না এবারের কোপা আমেরিকায়, তাই পেনাল্টি শুটআউটে হবে ম্যাচের ভাগ্য নির্ধারণ।

পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে কলম্বিয়াকে পরাজিত করে আর্জেন্টিনা।

ফাইনালে মেসিরা মুখোমুখি হবেন নেইমারের ব্রাজিলের।

এডিবি/