ন্যাভিগেশন মেনু

গণমুক্তি ফৌজের ৯৫তম বার্ষিকী উদযাপন করলো চীন


বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সেনাবাহিনী দিবস উদযাপন করলো চীন। ৯৫ বছর আগে ১৯২৭ সালের ১ আগস্ট গণমুক্তি ফৌজ (পিএলএ) প্রতিষ্ঠার দিনটিকে সেনাবাহিনী দিবস হিসাবে উদযাপন করে চীন।

পিএলএ প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার সামরিক বাহিনীর তিনজন সদস্যকে ‘১ আগস্ট পদক’ প্রদান করেন এবং অসামান্য সেবার জন্য একটি সামরিক ব্যাটালিয়নকে সম্মানসূচক পতাকা প্রদান করেন।

সামরিক বাহিনীর যেসব সদস্য জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন-স্বার্থ রক্ষায় এবং জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণকে এগিয়ে নেওয়ার জন্য অসামান্য অবদান রাখেন, তাদেরকে ‘১ আগস্ট পদক’ দেওয়া হয়।

পিএলএ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বেইজিংয়ে মহাগণ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনায় প্রেসিডেন্ট সি, যিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও, যোগ দেন।

রাষ্ট্রীয় কাউন্সিলর ও প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেংহ্য সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, পিএলএ’র আধুনিকীকরণ বেগবান করা উচিত এবং চীনের আন্তর্জাতিক মর্যাদা এবং জাতীয় সুরক্ষা ও উন্নয়ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি শক্ত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা উচিত। (তথ্য: সিএমজি)