ন্যাভিগেশন মেনু

চিরিরবন্দরে ব্রিজের মধ্যে বাঁশের সাকো, দুর্ভোগে এলাকাবাসী


দিনাজপুরের চিরিরবন্দরের ভেলামতি নদীতে একই স্থানে দু’টি ব্রিজ নির্মাণ করেও শেষ রক্ষা হয়নি। অবশেষে দুই ব্রিজেই ফাটল ও মাঝখানের সংযোগস্থল ভাঙ্গনের ফলে নদী পারাপারে জনসাধারনের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এতে প্রায় দশটি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পারাপার, এলাকার উৎপাদিত কাঁচামাল পরিবহন,  স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ ভোগান্তি পোহাচ্ছেন। তবে স্থানীয় লোকজন ওই ভাঙ্গন স্থানে বাঁশের সাকো দিয়ে অতি কষ্টে চলাচল করছে।

জানা গেছে, গত চার বছর আগে উপজেলার গমিরাহাট সংলগ্ন ভেলামতি নদীর উপর একই স্থানে দুই ধারে ত্রাণ অধিদপ্তরের আওতায় ব্রিজ দু’টি নির্মাণ করা হয়।

এলাকাবাসী অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করায় মাত্র ৪ বছরের মাথায় ভেঙ্গে গেছে, বর্তমানে আমাদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন, অ্যাম্বুলেন্স বা অন্যান্য পরিবহনে বিকল্প পথ ব্যবহারে বেশি টাকা গুনতে হচ্ছে পাশাপাশি সময় লাগছে বেশি।

গমিরাহাট গুচ্ছগ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ ও হামিদুল হক জানান, 'এই প্রথম নদীর একই স্থানে মাঝখানে ফাঁকা রেখে দুইধারে ব্রিজ নির্মাণ দেখলাম। কী পরিকল্পনায় এমন ব্রিজ নির্মাণ করা হয়েছে তা বিষ্ময়ের বিষয়।'

চিরিরবন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম আজকের বাংলাদেশ পোস্টকে জানান, '২০১৭ সালের ভয়াবহ বন্যায় ব্রিজ দু’টির ব্যাপক ক্ষতি হয়। ফলে প্রতিবছর বর্ষাকালে ক্রমান্বয়ে ক্ষতি হচ্ছে।'

এএস/এসএ/এডিবি