ন্যাভিগেশন মেনু

চিরিরবন্দরে মৎস্যচাষ প্রশিক্ষণ শুরু


“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” স্লোগানে মৎস্যচাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনাজপুরের চিরিরবন্দরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের ডেপুটি চিফ মো: আব্দুর রেজ্জাক।

উপজেলা মৎস্য কর্মকর্তা পুরবী রানী রায়ের সঞ্চালনায় ও জেলা মৎস্য কর্মকর্তা ড. এস.এম রেজাউল করিমের সভাপতিত্বে কর্মসূচিতে রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস, প্রকল্প পরিচালক বদরুজ্জামান মানিক, সমীর কুমার সরকার, প্রকল্পের প্রশিক্ষক মাহবুবার রহমানসহ বিভিন্ন মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরের ডেপুটি চিফ মো: আব্দুর রেজ্জাক বলেন, মৎস্যচাষ বেকারত্ব দুরীকরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসছ। সে লক্ষ্যে আগ্রহীদের মৎস্যচাষে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এএস/এসএ/এডিবি