ন্যাভিগেশন মেনু

চিরিরবন্দরে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়


দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আউলিয়াপুকুর এলাকায় স্থানীয় মৎস্যজীবী ও জনসাধারণের সাথে মাছ চাষের উপকার ও করনীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে মৎস্য অফিসের আয়োজনে কর্মসুচিতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পুরবী রায়।

আলোচনাসভায় পুরবী রায় বলেন, আমিষের চাহিদা মিটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে মাছ চাষ। বেকারত্ব দুর করতে কর্মসংস্থান সৃষ্টিতে মাছ চাষের গুরত্ব অনেক। প্রত্যন্ত অঞ্চলে মাছ চাষের উপর সরকারিভাবে সবরকম সহযোগিতা অব্যাহত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অনুকুল চন্দ্র সিনহা ও মৎস্য অফিসের বিভিন্ন সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এএস/সিবি/এডিবি/