ন্যাভিগেশন মেনু

জিম্বাবুয়ে থেকে ৩ ট্রফি নিয়ে দেশে ফিরেছে টাইগাররা


টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে হারারে থেকে দেশে ফিরলো টাইগাররা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারলাইন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহরা।

এর আগে, গতকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় দেশের উদ্দেশ্যে হারারে থেকে রওনা হয় টিম টাইগার্স। জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ পৌঁছে প্রায় চার ঘণ্টা যাত্রাবিরতি নিতে টাইগারদের। এরপর দোহা হয়ে ঢাকায় পৌঁছায় তারা।

বিমানবন্দরে থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে টিম বাংলাদেশ। এরপরই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেবেন।

বিদেশের মাটিতে এবার রেকর্ড প্রথমবার সব ফর্মেটে জয় পেলো টাইগাররা। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর তিন ওয়ানডে আর প্রথম টি টোয়েন্টি জিতে টানা পাঁচ ম্যাচ পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যায় টাইগাররা। তবে শেষ ম্যাচে জিতে জিম্বাবুয়ে সফরে দু'হাত ভরে তিন ট্রফি নিয়ে দেশে ফিরছে টাইগাররা।

অন্যদিকে, আজ বিকেল ৪টায় ঢাকা আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারাও উঠবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে ৩ দিনের কোয়ারেন্টিনে থাকবে।

বুধবার থেকেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সিরিজ চলাকালীন পুরো হোটেল থাকবে বিসিবির তত্বাবধানে।

এডিবি/