ন্যাভিগেশন মেনু

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মে) শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

তবে টাইগারদের একাদশে রয়েছে একাধিক পরিবর্তন। তাসকিনের বদলে অভিষেক হচ্ছে পেসার শরিফুলের আর মিঠুনের বদলে একাদশে ফিরেছেন মোসাদ্দেক।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেসেখেলেই হারিয়েছে লঙ্কানদের। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৫৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল টাইগাররা। জবাবে ২২৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা, বাংলাদেশ পায় ৩৩ রানের সহজ জয়।

ওআ/