ন্যাভিগেশন মেনু

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।

ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

প্রথম দুই ম্যাচ জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল।

আজকের ম্যাচে খেলতে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের বার্তা জানিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচই আমরা ভালোভাবে জিতেছি। সামনে আরেকটি ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতব। আমার মনে হয়, আমরা যদি প্রক্রিয়াটা ঠিক রাখি, আমরা ভালো করব ইনশাআল্লাহ।

পরিবর্তন আসেনি বাংলাদেশের একাদশে। তিন পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। ডগ ব্রেসওয়েল, সার্স ও হামিশ ব্যানেটের পরিবর্তে জায়গা হয়েছে ফিন অ্যালেন, জ্যাগব ডাফি ও স্কট কাগলিনের।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, জ্যাগব ডাফি ও স্কট কাগলিন।

ওআ/