ন্যাভিগেশন মেনু

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বেশ চমক দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নতুন রহস্য স্পিনার মাহেশ থিকশানা। এছাড়া টপঅর্ডারের দুই ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে ও কামিন্দু মেন্ডিসকে অপ্রত্যাশিতভাবে দলে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

লঙ্কান বোলিং লাইনআপে আছেন পেসার বিনুরা ফার্নান্দো এবং দুই স্পিনার আকিলা ধনঞ্জয়া ও প্রবীণ জয়াবিক্রম। চলতি বছরের শুরুর দিকে টেস্ট অভিষেক হয়েছিল প্রবীণ জয়াবিক্রমের। তবে টি-টোয়েন্টি অভিষেক এখনও হয়নি। তাই বিশ্বকাপের মঞ্চে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। 

শ্রীলঙ্কার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রম।

সম্ভাব্য রিজার্ভ: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।

এমআইআর/এডিবি/