ন্যাভিগেশন মেনু

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়


পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।

শুক্রবার (১২ মার্চ) আহমেদাবাদের মোতেরায় টস জিতে মরগান ব্যাটিংয়ে পাঠায় কোহলিদেরকে।

ইংলিশদের বোলিং দক্ষতায় ভারতকে ১২৪ রানে বেঁধে ফেলে ইংল্যান্ড। যা ২৭ বল হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন ডেভিড মালান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ৬ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২ রান। শ্রেয়স আইয়ার-ঋষভ পন্ত দলের হাল ধরার চেষ্টা করলেও পন্ত ব্যক্তিগত ২১ রানে ফিরে যান সাজঘরে।

ইংরেজদের বোলারদের সামনে কেবল শ্রেয়াস আইয়ার লড়াই চালিয়ে গিয়েছেন। তার ব্যাটিং দৃঢ়তায় ভারতের স্কোর দাঁড়ায় ১২৪ রানে। ইনিংস শেষ হওয়ার ৩ বল আগে আউট হন সর্বোচ্চ ৬৭ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৪৮ বলে, ৮টি চার ও ১টি ছয়ে।

এদিন সফরকারীদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন জোফ্রা আর্চার। ডানহাতি এই পেসার ২৩ রানে নেন ৩ উইকেট। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন উড। এছাড়া ১টি করে উইকেট নেন আদিল রশিদ, ক্রিস জর্দান ও বেন স্টোকস।

১২৫ রানের মামুলি লক্ষ্যে খেলতে জস বাটলার-জেসন রয়ের দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড পায় ৭২ রান। বাটলার করেন ২৮ রান, রয় আউট হন ৪৯ রানে। ওপেনারদের বিদায়ের পর জনি বেয়ারস্টোর ২৬ ও মালানের ২৪ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।

এদিন ভারতের হয়ে ১টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর।

এমআইআর/এডিবি