ন্যাভিগেশন মেনু

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ সাউদাম্পটনের রোজ বৌলে


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের রোজ বৌলে।

বুধবার (১০ মার্চ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি।

এ বিষয়ে আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ডে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনেই মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।’

আইসিসি'র জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডাইস বলেছেন, ‘ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতির কথা ভেবেই লর্ডসের বদলে সাউদাম্পটনের রোজ বৌলে সরিয়ে নেয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি। বিশ্বের সেরা দুটি টেস্ট দলের সবাই সুস্থ এবং নিরাপদে রাখা আমাদের প্রধান দায়িত্ব।’

উল্লেখ্য, ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এবং ভারত। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল ইংল্যান্ডের ঐতিহ্যশালী লর্ডস মাঠে।

এমআইআর/ওআ