ন্যাভিগেশন মেনু

টোকিও অলিম্পিক: গেমস ভিলেজে প্রথম করোনা শনাক্ত


টোকিও অলিম্পিকস গেমস শুরুর ছয়দিন আগে অলিম্পিক ভিলেজে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

শনিবার (১৭ জুলাই) টোকিও অলিম্পিক ২০২০-এর সিইও তোশিরো মুটো নিশ্চিত করেছেন যে গেমসের আয়োজনের সঙ্গে জড়িত বিদেশ থেকে আসা একজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে তিনি আক্রান্ত ব্যক্তির জাতীয়তা প্রকাশ করেননি।

অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র মাসা তাকায়া সাংবাদিক সম্মেলনে জানান, ‘ভিলেজে একজন রয়েছে (করোনা আক্রান্ত)। এটাই ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ কেস।’ 

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিকে অলিম্পিক ভিলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেখানে গেমস চলাকালীন কয়েক হাজার অ্যাথলেট এবং কর্মকর্তারা বসবাস করবেন। আয়োজকরা ভিলেজে করোনভাইরাস সংক্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। 

তিনি বলেন, 'আক্রান্ত ব্যক্তিকে একটি হোটেলে রাখা হয়েছে।'

টোকিও ২০২০ গেমসের প্রধান সংগঠক সিকো হাশিমোটো বলেন, 'করোনা প্রাদুর্ভাব রোধ করতে আমরা সবকিছু করছি। আমরা যদি কোনও প্রাদুর্ভাবের অবসান ঘটিয়ে থাকি তবে আমরা নিশ্চিত করবো যে সাড়া দেওয়ার জন্য আমাদের কোনও পরিকল্পনা আছে।'

করোনাভাইরাস মহামারিজনিত কারণে অলিম্পিক গেমস ইতোমধ্যে এক বছর পিছিয়ে গেছে। গেমসটি ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে।

জাপানেও করোনার পরিস্থিতিও খুব ভাল নয়। স্থানীয়রা এই অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বহু আলাপ আলোচনার পর দর্শকশূন্য অবস্থাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন করোনাভাইরাস সংক্রমণের পুনরুত্থানের মধ্যে জাপানের জনসাধারণ গেমস সম্পর্কে উদ্বিগ্ন এবং উদ্বেগ প্রকাশ করেছে যে বিদেশি দর্শনার্থীদের আগমন টোকিও অলিম্পিককে একটি করোনার সুপার-স্প্রেডার ইভেন্টে রূপান্তর করতে সহায়তা করতে পারে। সুত্র: আল জাজিরা

এডিবি/