ন্যাভিগেশন মেনু

টোকিও অলিম্পিকে স্টেডিয়ামে দর্শক নিষিদ্ধ


করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করার ফলে টোকিওর ভেন্যুতে দর্শক ছাড়াই খেলাগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ। ফলে গ্যালারিতে বসে যারা ইভেন্টগুলো উপভোগের জন্য টিকেট কিনেছিলেন, তাদের জন্য এটি মারাত্নক দুঃসংবাদ।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঘোষণা করেছেন, অলিম্পিকের খেলাগুলি জরুরি অবস্থার অধীনে চলবে, যা টোকিওভিত্তিক সমস্ত স্থানের দর্শকদের জন্য নিষিদ্ধ। কানাগাওয়া, সাইতামা এবং চিবার আশেপাশের অঙ্গনগুলিও ভক্তদের জন্য নিষিদ্ধ।

সুগা উল্লেখ করেন, ডেলটা ভেরিয়েন্টের প্রভাব বিবেচনা করে এবং সংক্রমণ পুনরায় যাতে সারাদেশে ছড়িয়ে না পড়ে সে জন্য আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

টোকিও অলিম্পিক ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। আর রাজধানী টোকিওতে জরুরি অবস্থা ২৩ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত চলবে।

২৪ আগস্ট প্যারালিম্পিক গেমসের আগে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। অলিম্পিক এবং টোকিও কর্মকর্তারা বলেছেন প্যারালিম্পিক গেমসের দর্শকের সংখ্যা নির্ভর করবে আগামীতে দেশব্যাপী সংক্রমণের হারের ওপর।

এই নিষেধাজ্ঞার কারণে বড় ধরণের ধাক্কা সামাল দিতে হচ্ছে অলিম্পিক আয়োজকদের, যারা ৮০ কোটি টিকিট বিক্রি হবে বলে আশা করেছিলেন।

১৫.৪ বিলিয়ন ডলার ব্যয়কারী জাপান সরকারের জন্যেও এই নিষেধাজ্ঞা একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

অবশ্য বৃহত্তর টোকিও মেট্রোপলিটনের বাইরের ভেন্যুতে সীমিত সংখ্যক দর্শক গ্যালারিতে বসার অনুমতি পাবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল ২০২০ সালে। তবে করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়।

এডিবি/