ন্যাভিগেশন মেনু

ঢাকাসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে : আইজিপি


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঢাকাসহ সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা উন্মুখ হয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। 

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক।

আইজিপি বলেন, সারা দেশে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। 

বাংলাদেশ পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে একসঙ্গে পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে ও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের অধীনে সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা ভোটকেন্দ্রে নিরাপত্তা দিচ্ছে।  

পুলিশপ্রধান বলেন, ভোটারদের নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগ করা। ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব ভোটদানে উন্মুখ রয়েছে। আজ তারা উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারা দেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি সব জায়গাতে ভোটারদের উপস্থিতি আছে। শান্তিপূর্ণভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। 

পুলিশ মহাপরিদর্শক বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগে যারা বাধা দেবে, যারা নাশকতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। যেকোনো নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আমাদের সক্ষমতা রয়েছে, আমরা দেশবাসীকে আশ্বস্ত ও নিশ্চয়তা দিতে চাই। এখনো যারা ভোট কেন্দ্রে আসেননি আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

ভোট কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দাবি করে আইজিপি বলেন, আমরা সারা দেশে ভোটকেন্দ্রে ভোটারদের পর্যাপ্ত উপস্থিতির খবর পাচ্ছি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাক সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন বা কোনো নাশকতার খবর পান নিকটস্থ পুলিশ স্টেশনের খবর দেন অথবা ৯৯৯ এ খবর দিন। আমাদের বিভিন্ন টিম আপনাদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। 

রাজধানীতে কয়টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে জানতে চাইলে বলেন, আমরা গুরুত্বপূর্ণ ও সাধারণ দুইভাগে কেন্দ্র ভাগ করেছি। কিছু গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। তবে সব জায়গাতেই পরিবেশ স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর মিরপুরের পল্লবীতে ভোট কেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতো নিরাপত্তা-শৃঙ্খলার মধ্যে কীভাবে ভোট কেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো জানতে চাইলে আইজিপি বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। মাঝে মধ্যে কেউ সংঘবদ্ধভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সাহস বা সুযোগ পাচ্ছে। তবে যদি কেউ এর আগে আমাদের তথ্য দিতে পারে বা কারো কাছে কোনো নাশকতার তথ্য থাকলে আমাদের জানান, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো।

বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন রাতের বেলায় নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরা হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আইজিপি বলেন, ব্যালট পেপার তো আজ সকালে ভোট কেন্দ্রে গেছে! আপনাদের (সাংবাদিকদের) সামনেই গেছে। এটা তো আপনারাই ভালো বলতে পারবেন, ভোট কেন্দ্রে ব্যালট কখন গেল। এই অভিযোগ কতটুকু সত্য হতে পারে এই বিচার আপনারাই করতে পারবেন। যে কেউ এই অভিযোগকে ভিত্তিহীন বলবেন।

এই ভোটকেন্দ্রে (কবি নজরুল সরকারি কলেজ) আপনার পেছনে যে লাইনটি রয়েছে, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি তাদের অনেকেই ভোটার নন এই কেন্দ্রের। বহিরাগতরা কীভাবে এই ভোট কেন্দ্রে আসতে পারে? জানতে চাইলে আইজিপি বলেন, যদি কোনো নন ভোটার বা বহিরাগত এই ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকেন তাদের আইডেন্টিফাই করে আমাদের কাছে হ্যান্ডওভার করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময়ে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার(অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, মহানগর ডিবি প্রধান হারুন অর রশীদসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।