ন্যাভিগেশন মেনু

তুরস্ককে উড়িয়ে ইউরোয় দুরন্ত শুরু ইতালির


ইউরো অভিযান জয় দিয়েই শুরু করল ইতালি। ঘরের মাঠে তুরস্ককে ৩-০ গোলে হারাল তারা। তুলনামূলকভাবে এবার সহজ গ্রুপে রয়েছে রবার্তো ম্যানচিনির টিম। তার মধ্যে তুরস্কের মতো প্রতিপক্ষকে দাপটের সঙ্গে উড়িয়ে দেওয়ার পর পরের রাউন্ডে যাওয়া নিয়ে অনেকখানি আত্মবিশ্বাসী সমর্থকেরা।

শুক্রবার (১১ জুন) রাতে রোমের স্টাডিও অলিম্পিকোয় শুরুতেই ইতালি ম্যাচের লাগাম নেয় নিজেদের হাতে। ‘জোনা মিস্তা’ থেকে সরে এসে বিল্ড আপ অ্যাটাকে মনোযোগ দেওয়া স্বাগতিকরা বেশ কিছু আক্রমণ করে প্রথমার্ধে। কিন্তু তুরস্ক রুখে দেয় তাদের।

দ্বিতীয়ার্ধে আর আটকাতে পারেনি আজ্জুরিদের। বরং নিজেরাই খুলে দেয় গোলের মুখ। ম্যাচের ৫৩ মিনিটে ডেমিরাল নিজেদের জালে জড়িয়ে দেন বল। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে প্রথম আত্মঘাতী গোল দেওয়ার রেকর্ড গড়েন।

এরপর ইতালির নাম্বার ইলেভেন ও টেন গোল করে দলকে বড় জয় এনে দেন। ৬৬ মিনিটে গোল করেন ইতালির ল্যাজিও স্ট্রাইকার চিরো ইমোবিলে। বক্স থেকে সতীর্থ স্পিনজোলার জোরালো শট ফিরিয়ে দেন তুর্কি গোলরক্ষক। সেটা পেয়ে যান ইমোবিলে। সহজে গোল করার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

এরপর প্রথমার্ধে বেশ কটা গোলের সুযোগ মিস করা ইনসিগনি গোল করেন ৭৯ মিনিটে। দলকে এনে দেন বড় জয়। সংগে জানিয়ে দেন, তাঁরা নীল জার্সির আজ্জুরি। বড় আসরের দৈত্য। চারটি বিশ্বকাপ জয়ী। জোনা মিস্তার স্বর্ণ যুগে নতুন কৌশল দিয়ে ফিরে যেতে তাদের খুব বেশি কিছুর দরকার নেই। বরং ফিরতে বিশ্বকাপ-ইউরোর গানই যথেষ্ঠ। যা কানে গেলেই জেগে ওঠে তাঁরা। 

ওআ/