ন্যাভিগেশন মেনু

দক্ষিণ এশিয়ার ইয়াং লিডারের তালিকায় মাশরাফী


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা দক্ষিণ ইয়াং গ্লোবাল লিডার্সের দক্ষিণ এশিয়ার সেরা দশের তালিকায় স্থান পেয়েছেন।

নিজ নির্বাচনী এলাকায় দারিদ্র্য দূরীকরণ ও ক্রীড়া প্রশিক্ষণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় এই স্বীকৃতি পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী ।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফী বিন মর্তুজা। নিজ এলাকা নড়াইলের উন্নয়নে তার উদ্যোগ কুড়িয়েছে প্রশংসা।

প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন। যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম।

এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতা। যার মধ্যে মাশরাফি একজন। যারা ‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছেন তারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেওয়া মাশরাফি ২০০১ সাল থেকে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন। ওই বছরেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

প্রতিভাবান এ ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। লড়াকু মানসিকতার জন্য তিনি শুধু বাংলাদেশ নন, বিদেশেও প্রশংসা কুড়িয়েছেন। দেশের হয়ে সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়লেও এখনো খেলা চালিয়ে যাচ্ছে তিনি।

ক্রিকেটের পাশাপাশি বর্তমান সরকারের একজন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনের সংসদ সদস্য তিনি।

মাশরাফি ছাড়া দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত বাকি ৯ জন ‘ইয়াং গ্লোবাল লিডার’ হলেন- অদিতি আওয়াস্থি (ভারত), শ্রিকান্ত বোল্লা (ভারত), মালেকা বোখারি (পাকিস্তান), নির্ভানা চৌধুরী (নেপাল), গাজাল কালরা (ভারত), শ্রিভার খেরুকা (ভারত), আমেয়া প্রভু (ভারত), হৃদয় রবীন্দ্রনাথ (ভারত) এবং হিতেশ বাধওয়া (ভারত)।

ওআ/