ন্যাভিগেশন মেনু

দামুড়হুদায় ইউপি নির্বাচন: নাটুদহে শফিকুল নিতিপোতায় ইয়ামিন বিজয়ী


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নাটুদহে শফিকুল ইসলাম (নৌকা) ও নতিপোতায় আওয়ামী লীগের বিদ্রহী প্রার্থী ইয়ামিন আলী (আনারস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার অনুষ্ঠিত ভোটে নাটুদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি (নৌকা) ৪ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপি মনোনিত প্রার্থী আমির হোসেন মাস্টার (ধানের শীষ) ৩০১ ভোট, আওয়ামী লীগ নেতা ইয়াচনবী স্বতন্ত্র (অটোরিক্সা) ২ হাজার ৬৩৪ ভোট, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম (আনারস) ৩ হাজার ৩৫৭ভোট, বিএনপি নেতা ফজলুল হক (মোটরসাইকেল) ১ হাজার ৮৩৯ ভোট ও আমিনুল ইসলাম (টেবিল ফ্যান) প্রতীকে ১৯২ ভোট পেয়েছেন। মোট ভোটার ছিলো ১৪ হাজার ৮২৬। যার মধ্যে পোল হয়েছে ১২ হাজার ৬৬৫ ভোট।

অপরদিকে, নতিপোতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়ামিন আলী (আনারস) ৫ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল হক (নৌকা) ৩ হাজার ১৭২ ভোট, বিএনপির মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনির (ধানের শীষ) ৯৭১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাশোরফ হোসেন (হাতপাখা) ১৫৫ ভোট, আওয়ামী লীগ নেতা রবিউল হাসান স্বতন্ত্র (মোটরসাইকেল) ৩ হাজার ৩৪৩ ভোট পেয়েছেন। এখানে ভোটার সংখ্যা ছিলো ১৫ হাজার ১২৭ ভোট। পোল হয়েছে ১৩ হাজার ৬৫ ভোট।

এনআই/এমআইআর/এডিবি