ন্যাভিগেশন মেনু

দামুড়হুদায় রূপার গহনাসহ পাচারকারী আটক


চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বড় বলদিয়া থেকে ১২ কেজি রূপার গহনাসহ নাজমুল ইসলাম (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা।

রবিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান।

আটক নাজমুল উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বড়বলদিয়া বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালান বড় বলদিয়া বিওপি টহলদল। অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে (১৯) আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ভারতীয় রূপার গহনা, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড। এ সময় পালিয়ে গেছে আরও দুই পাচারকারী। আটক পাচারকারীরকে মামলাসহ দর্শনা থানায় হস্থান্তর করা হয়েছে।

বিজিবির একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সোনা ও রূপা পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা দামুড়হুদা সীমান্ত ব্যবহার করে আসছে। এর মধ্যে দু’একটা চালান বহনকারীসহ ধরা পড়লেও ধরা ছোয়ার বাইরে থেকে যায় হোতারা।

এনআই/এসএ/এডিবি/