ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা


দিনাজপুর জেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে “নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান” প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় কাঞ্চন হলরুমে পরিসংখ্যান দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি-এর সভাপতিত্বে বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর সিভিল সার্জন মোঃ আব্দুস কুদ্দুস, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা পরিসংখ্যান কর্মকর্তা উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ দিনাজপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৮ জুন মন্ত্রীপরিষদ সভায় ২৭ ফেব্রুয়ারিকে “জাতীয় পরিসংখ্যান দিবস” হিসেবে ঘোষণা করেন। এ লক্ষ্যে এবারের জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ উপলক্ষ্যে জাঁকজমকভাবে পালনের বিশেষ কর্মসূচি থাকলেও কোভিড -১৯ মহামারির কারণে সীমিত পরিসরে উদযাপন করা হয়।

বিরল উপজেলা পরিসংখ্যান অফিস কর্মকর্তা আরপনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা পরিসংখ্যান অফিস দিনাজপুরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

এ এস/এসএ/এডিবি