ন্যাভিগেশন মেনু

দেশে ফিরলেন সাকিব


বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। সম্প্রতি একটি ফেসবুক লাইভে সাকিবের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর একরকম নড়েচড়ে বসেছেন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরাও। চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। 

সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টার পর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা  দায়িত্বে থাকা ওয়াসিম খান।

তিনি জানান, সাকিব একাই ফিরেছেন। পরিবারের কাউকে সঙ্গে আনেননি।

এদিকে চলমান ইস্যু নিয়ে সাকিবের প্রতিক্রিয়া জানতে বিমানবন্দরে রাত থেকে অবস্থান করছিলেন গণমাধ্যম কর্মীরা। তবে মিডিয়াকে ফাঁকি দিয়ে রাত আড়াইটায় সাকিব বিমানবন্দর ত্যাগ করেছেন বলে তথ্য দিয়েছেন নিরাপত্তা কর্মীরা।

সাকিবের দেশে ফেরার খবরে গুঞ্জন রটে, হয়তো বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকের জন্য দেশে এসেছেন সাকিব।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ২১ ফেব্রুয়ারি মাকে নিয়ে আমেরিকা গিয়েছেন সাকিব। গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে এসেছে তৃতীয় সন্তান। নবজাতকের বয়স সাতদিন হওয়ার আগেই এবার জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন সাকিব।

ওআ/