ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কা টেস্ট: টাইগারদের প্রথম ইনিংস থামলো ৫৪১ রানে


শ্রীলঙ্কার পাল্লেকেলে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৪১ রান করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনের প্রথম সেশনে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা।

গতকাল আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছু আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। শুক্রবার ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে ১৫ মিনিট আগেই খেলা শুরু করে বাংলাদেশ।

আগের দিন ৪৩ রানে অপরাজিত মুশফিকুর রহিম প্রথমে ফিফটি পূরণ করেন। এরপর লিটন। ব্যক্তিগত ৫০ রানে তিনি ধনঞ্জয়া ডি সিলভার বলে বিশ্ব ফার্নান্দোর হাতে ক্যাচ দেন। লিটন ৫০ করেছেন ৬৭ বলে, ৫টি চার ও একটি ছক্কায়।

টাইগারদের পক্ষে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ইকবাল ৯০।

এর আগে ক্যান্ডিতে বুধবার (২১ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। 

স্বাগতিকদের হয়ে ভিশা ভার্নান্ডো ৪টি এবং সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও ধনাঞ্জায়া ডি সিলভা ১টি করে উইকেট শিকার করেন।

এডিবি/