ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়


পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বুধবার (৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেটে হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড। ৬ উইকেটের জয়ে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ব্লাক ক্যাপসদের সিরিজ হারানোর কৃতিত্ব অর্জন করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজে ৩-১ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এ ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। সাকিব আল হাসান দেখে শুনে খেলতে থাকলেও দলীয় ৩২ রানে ব্যাক্তিগত ৮ রান করে আউট হন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। সাকিবের আউটের পর রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বাংলাদেশের রান মেশিন মুশফিকুর রহিম।

দলীয় ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পরে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ওপেনার নাঈম শেখ এর সাথে দলের হাল ধরেন কাপতান মাহমুদউল্লাহ। জয়ের জন্য মাত্র ২৭ রান প্রয়োজন তখনি ছন্দ হারিয়ে রান আউট হন নাঈম শেখ।

এরপর মাহমুদউল্লাহর অপরাজিত ৪৩ ও আফিফ হোসেনের ৬ রানে ভর করে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে টাইগারদের দারুণ বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ৯৩ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে নাসুম ও মুস্তাফিক ৪টি করে উইকেট নেয়। মেহেদি ও সাইফউদ্দিন ১টি করে উইকেট নেয়।

এমআইআর/ওআ