ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি আজ


নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে স্বাগতিকরা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

সিরিজের প্রথম ৪ ম্যাচে একাদশে কোনও পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচে একাদশে দেখা যেতে পারে বেঞ্চে বসে থাকা কিছু ক্রিকেটারকে। শোনা যাচ্ছে ম্যাচটিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে দেওয়া হতে পারে।

সে তালিকায় আছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজ, সাইফউদ্দিন ও মেহেদি। সে ক্ষেত্রে খেলানো হতে পারে- শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, সৌম্য ও শামীকে।

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল:

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং ও ম্যাট হেনরি।

এমআইআর/এডিবি/