ন্যাভিগেশন মেনু

পরিচ্ছন্ন সমাজ গড়তে কাজ করছে ‘আমরা করব জয়’


দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় রয়েছে খেলার মাঠ (কলেজ মাঠ)। মাঠে প্রতিদিন বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা খেলাধুলা করে। গত বৃহস্পতিবার এই মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের মাঠে অগণিত দর্শনার্থী আসেন। খেলা উপভোগের সময় ছোলা-বাদামসহ বিভিন্ন ধরণের খাবার খাওয়ায় মাঠজুড়ে পড়ে থাকে সেই খাবারের ময়লা আবর্জনা। মাঠের সেই বেহাল অবস্থার চিত্র তুলে ধরা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।

সেই বিষয়টিতে চোখ পড়ে ফুলবাড়ীর অরাজনৈতিক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডমূলক সংগঠন ‘আমরা করব জয়’ এর সদস্যদের। স্বেচ্ছাশ্রম দিয়ে সেই মাঠ পরিষ্কার করতে নেমে পড়েন একদল তরুণ-তরুণী।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে দেখা যায়, গায়ে সংগঠনের গেঞ্জি, মুখে মাস্ক, মাথায় হেড কভার, হাতে ঝাড়ু, বেলচা ও বস্তা নিয়ে অপেক্ষা করছে সংগঠনের কর্মীরা। তারপর ৯টা থেকে মাঠের ময়লা-আবর্জনাসহ কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমে পড়েন তারা।

‘পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক আমাদের হাতে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে সংগঠক প্লাবন শুভ, সদস্য মৌসুফ পারভেজ শুভ, আব্দুর রহিম, তানজিদ সাফায়েত, আসাদ সরকার, শর্মিলী ছন্দা, রিয়া গুপ্তা, আমিনুল ইসলাম, শাহরিয়া আফিস দিনার, জাকিরুল ইসলাম জাকিরসহ অনেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। 

প্লাবন শুভ ও মৌসুফ পারভেজ শুভ বলেন, অরাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডমূলক সংগঠন ‘আমরা করব জয়’ এর উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা এগিয়ে এসেছি। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজে মাঠের বেহাল চিত্র চোখে পড়ে। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়।

সংগঠনের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তারা সকল নাগরিকের প্রতি এই আহ্বান জানান, ‘মানুষকে রোগজীবাণু থেকে রক্ষা করে সুস্থভাবে বাঁচাতে আসুন পরিচ্ছন্ন মানসিকতা গড়ে তুলি, পরিহার করি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার নোংরা অভ্যাস, গড়ে তুলি পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত সোনার বাংলা।’

এএস/ ওয়াই এ/এডিবি