ন্যাভিগেশন মেনু

প্লাজমা দিচ্ছেন কুমিল্লার আরও ৫৬ পুলিশ সদস্য


করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা দিতে কুমিল্লা জেলা পুলিশের আরও ৫৬ জন সদস্য দুই ধাপে ঢাকায় যাচ্ছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে প্রথমধাপে ২৮ জন পুলিশ সদস্য কুমিল্লা পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আগামীকাল রবিবার সকালে দ্বিতীয় ধাপে আরও ২৮ জন প্লাজমা দিতে ঢাকায় যাবেন।

'করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, মানবতায় দৃঢ হোক, পুলিশ-জনতার বন্ধন', এমন প্রতিপাদ্যকে লালন করেই প্লাজমা দিচ্ছেন তারা। 

এর আগে গত ৯ জুন কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন সদস্য ঢাকায় গিয়ে প্লাজমা দান করেন। সব মিলিয়ে কুমিল্লা জেলা পুলিশের ৮৩ জন সদস্য প্লাজমা দান করছেন।

এর আগে শনিবার সকালে প্লাজমা দিতে যাওয়া ৫৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'কুমিল্লা জেলা পুলিশ নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। করোনা ক্রান্তিতে দায়িত্ব পালন করতে গিয়ে ২০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। জেলা পুলিশের তত্ত্বাবধানে আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে উঠেন। তাদের মধ্য ৮৩ জন পুলিশ সদস্যের অ্যান্টিবডি পজিটিভ হওয়ায় তারা ঢাকায় প্লাজমা দান করতে যান। আর এমন সব ইতিবাচক কাজে পুলিশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিঃসন্দেহে কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের।'

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

এডিবি/